Life-Style Others অন্যান্য জীবনযাপন (লাইফস্টাইল)

গরমে কখন, কোথায় লাগাবেন সুগন্ধি?

গ্রীষ্মের প্রখর তাপে শরীর ঘামানোটাই স্বাভাবিক। গরমে অত্যাধিক ঘামের দুর্গন্ধ থেকে রেহাই পেতে সুগন্ধি লাগানোটা খুবই জরুরি। তবে শরীরে সুগন্ধির সুবাস দীর্ঘসময় থাকে না এমন অভিযোগও শোনা যায়। তাহলে কী করলে দীর্ঘস্থায়ী হবে সুবাস?

সুগন্ধি লাগানোর জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে গোসলের পর। তবে শরীরের কিছু বিশেষ অংশে স্প্রে করলে এর সুবাস দীর্ঘস্থায়ী হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক শরীরের সেই বিশেষ জায়গাগুলো…

১/ সবচেয়ে বেশিক্ষণ সুগন্ধির সুবাস ধরে রাখতে পারে চুল। তবে সরাসরি চুলে স্প্রে করতে সম্পূর্ণ মানা করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, চিরুনিতে সুগন্ধি স্প্রে করে তারপর সেটা দিয়ে মাথা আঁচড়ানো উচিত।

২/ গলার দুপাশে সুগন্ধি লাগানো পারেন। এতে গন্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে তীব্রও হবে।

৩/ বাইরে বের হওয়ার আগে কনুই আর কবজিতেও সুগন্ধি লাগানো যেতে পারে। কারণ দেহের এই অংশে উষ্ণতা অন্যান্য জায়গার চেয়ে বেশি।

৪/ সুগন্ধি বুকে স্প্রে করা যেতে পারে। তবে সরাসরি না করে নয় থেকে দশ ইঞ্চি দূরে করা শ্রেয়।

৫/ সুগন্ধি লাগিয়ে অনেকেই ঘষে ফেলেন। এটা না করে পারফিউমকে নিজে নিজে শুঁকাতে দিন।তাহলে শরীরে এর সুবাস বেশিক্ষণ থাকবে।

৬/ সুগন্ধি লাগানোর আগে শরীরে ময়েশ্চারাইজার মেখে নিন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *